BJP : ২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করতে চেয়ে বিজেপির আবেদনের শুনানি শেষ, কিছুক্ষণের মধ্যে রায়দান
Continues below advertisement
২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করতে চেয়ে বিজেপির আবেদন। শুনানি শেষ, দুপুর আড়াইটেয় রায়দান। ‘কালই সভা করতে চাইলে রাত ৮টার আগে সভার অনুমতি দেওয়া সম্ভব নয়’, ‘আগামীকাল কারও জন্মদিন বা বিশেষ দিন নয়, অন্য দিন করুন, অসুবিধা কোথায়?’ বিজেপিকে প্রশ্ন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর।
‘১৪ জুলাই একটি জুটমিল কর্তৃপক্ষ তাদের জমিতে সভার অনুমতি দেয়’, ‘পুলিশ জুটমিল কর্তৃপক্ষকে ভয় দেখায়, অনুমতি প্রত্যাহার করা হয়’, ‘বাউড়িয়ায় বিজেপির পার্টি অফিসের নিজস্ব জমি আছে’, ‘এছাড়াও একটি শ্মশান কমিটি জমি দিতে প্রস্তুত’, ‘আমরা বিকেল ৫.৩০ থেকে ৭টা পর্যন্ত সভা করতে চাই’, ‘পুলিশ আমাদের আবেদনের উত্তর দিচ্ছে না’, আদালতে দাবি বিজেপির আইনজীবীর।
Continues below advertisement
Tags :
BJP Uluberia ABPAnanda #ABPAnandaLive CalcuttaHighCourt Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর