Post Poll Violence: ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে মিছিলের অনুমতি হাইকোর্টের

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট-পরবর্তী সন্ত্রাসে(post poll violence) আক্রান্তদের নিয়ে মিছিলের অনুমতি হাইকোর্টের(calcutta high court)। বঙ্গ বিবেক নামক একটি সংস্থাকে অনুমতি দিল আদালত। আগামী সোমবার দুপুর ২ থেকে মিছিলের অনুমতি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি। 'কোনও অস্ত্র ছাড়া মিছিল করতে হবে, উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না'। 'রাজ্যপাল অনুমতি দিলে তবেই তার সঙ্গে দেখা করা যাবে' । সর্বাধিক ৩০০ জন নিয়ে মিছিল করতে হবে, নির্দেশ আদালতের। পুলিশের কাছে অনুমতি চেয়েও উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা । মিছিলে আপত্তি নেই, অংশগ্রহণকারীর সংখ্যা ৫০০ থেকে কমিয়ে ২৫০ করা হোক, সওয়াল রাজ্যের।

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram