ISF Rally : ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। 'অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়?'
'সমর্থক কমিয়ে, পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক' । প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। গতবছর রানি রাসমণি রোডের সভায় গণ্ডগোল ও পুলিশকে মারধরের অভিযোগ। গতবছর কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, কালকের মধ্যে আইএসএফের কাছে ব্যাখ্যা তলব আদালতের। তৃণমূল বা অন্য দল সভা করলে কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির। 'কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ?' 'ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত'। 'কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ। সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল, পরামর্শ আদালতের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola