ABP News

Nadia News: একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে বাধা! শিবের পুজোয় বাধা!

Continues below advertisement

ABP Ananda Live: একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে বাধা! শিবের পুজোয় বাধা! এমনই মারাত্মক অভিযোগ উঠেছে নদিয়ার বৈরামপুরে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। চরম বিরক্তি প্রকাশ করে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই সমস্য়া তো বাংলায় আগে ছিল না! কেন উৎসবে যোগ দিতে পারবেন না? পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মাননীয় বিচারপতি। 

 

অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।

মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram