High Court: 'কিছু লোক তো বৈধ কাজ করেছেন, তারা কেন বঞ্চিত হবেন?' কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির

Continues below advertisement

১০০ দিনের প্রকল্পের (100 days work) বকেয়া নিয়ে কেন্দ্রকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের (High Court)। 'আদালত কোনও অবৈধ কাজ সমর্থন করে না, কিন্তু কিছু লোক তো ১০০ দিনের প্রকল্পে (100 days work) বৈধ ভাবে কাজ করেছেন। রাস্তা তৈরি হয়েছে, তারা কেন বঞ্চিত হবেন?' কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির মন্তব্য, 'যাঁদের জব কার্ড (Job Card) ভুয়ো তারা টাকা পাবে না ঠিক আছে, কিন্তু কারা আসল আর করা নকল সেটা তো খুঁজে বের করতে হবে। এখানে অনেক পচা আপেল আছে, তাই ভালো আপেল খুঁজে বার করতে হবে।' 'চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের তরফে আপনাদের কাছে একটি কমপ্ল্যায়েন্স রিপোর্ট পাঠানো হয়েছে, সেটা খতিয়ে দেখুন, তারপর টাকা পাঠানোর ব্যবস্থা করুন,' কেন্দ্রকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। '১০ ভাগের ১ ভাগ লোক যদি কাজ করে থাকেন তাহলে তাঁরা কেন টাকা পাবেন না? সবকিছু তো অবৈধ হতে পারে না,' মন্তব্য বিচারপতির। '২০২১-২২ অর্থবর্ষের (Financial Year) জন্য এই প্রকল্পে যে টাকা বরাদ্দ ছিল তা শেষ হয়ে গিয়েছে, রাজ্য হিসেব দেয়নি, ভুয়ো জবকার্ড হয়েছে, স্বচ্ছতার অভাব থাকায় টাকা পাঠানো যায়নি, সেই বাজেট পুনর্বিবেচনা করতে হবে', সওয়াল কেন্দ্রের আইনজীবীর। 'রাজ্য এবং জেলা প্রশাসন সহযোগিতা না করলে অনুসন্ধান শেষ হবে না', মন্তব্য প্রধান বিচারপতির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram