Naushad Siddiqui: 'একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার?', নৌশাদ-মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য

Continues below advertisement

আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) গ্রেফতারি মামলায় হাইকোর্টের (Calcutta High Court) কড়া প্রশ্নের মুখে রাজ্য। একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রের এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? নৌশাদের আইনজীবীকেও প্রশ্ন করেন বিচারপতি। এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী। বুধবার মামলার পরবর্তী শুনানি।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram