Suvendu Adhikari: রাজভবনের সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'রাজভবনের (Rajbhavan)সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। 'রবিবার সকাল ১০ থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু', কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শনিবার ধর্নায় বসতে চান, সওয়াল বিরোধী দলনেতার আইনজীবীর। ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাব, বললেন এজি কিশোর দত্ত। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।
West Bengal News: 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়'। 'হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে'। 'হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'। 'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে'। 'একজন হকার একটিই জায়গা পাবেন'। 'পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না'। 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই' ।'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'। 'বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক'। 'বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না'। 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'। 'নেতা-পুলিশ লোভ সংবরন করুন'।'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'। 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'। 'রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক'। 'কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই'। 'নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন'। 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে'। 'আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে''বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে', বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।