West Bengal News: বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন সিবিআই সিট প্রধান অশ্বিন শেনভি, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে অখুশি আদালত

Continues below advertisement

দুদিন আগে বিচারপতি অমৃতা সিন্হার (Amrita Sinha) এজলাসে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার পর বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে (Abhijit Gangopadhyay) সশরীরে হাজিরা দেন সিবিআই (CBI)-সিটের (SIT) প্রধান। এদিনও বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন সিট প্রধান অশ্বিন শেনভি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সত্য উদঘাটনের জন্য যেকোনও পর্যায়ে যেতে পারি। দেখেছি আপনার আধিকারিকরা মূল প্রশ্নগুলোই করেননি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram