Polio in India: ফের পোলিও কী ফিরতে পারে ভারতে? রোটারি-র উদ্যোগে সচেতনতা কর্মসূচি রোটারি র্যালির
দেশ (India) আজ পোলিও (Polio) মুক্ত। ফের পোলিও কী ফিরতে পারে ভারতে? সরকারি তথ্য অনুযায়ী গত তিন বছর দেশের কোথাও পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।বিশ্বে শেষ পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল পাকিস্তান ও আফগানিস্তানে। কোনওভাবে ভারতে যাতে পোলিও রোগের জীবানু আর কোনওদিন বাসা না বাঁধতে পারে তারজন্য প্রয়োজন সচেতনতা এবং পোলিও ভ্যাকসিনের নিয়মিত প্রয়োগ। রবিবার ৩ মার্চ ছিল SNID দিবস, যার অর্থ হল সাবন্যাশনাল ইমিউনাইজেশন ডে। এটি পালস পোলিও টিকাদান কর্মসূচির অংশ এবং জাতীয় টিকা দিবস (NID) নামেও পরিচিত। একসাথে বহু জায়গায় টীকাকরণের মাধ্যমে সমষ্টিগতভাবে রোগ প্রতিরোধই পালস পোলিও কর্মসূচী।
ভারতের পোলিও মুক্ত অবস্থা বজায় রাখার জন্য নিরন্তর কাজ করে চলা সংগঠন রোটারি র উদ্যোগে রবিবার আয়োজিত হয় রোটারি র্্যালির। আয়োজক, রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথি এবং আরও ৫টি রোটারি ক্লাব।সিঁথি থেকে ব্যারাকপুর পর্যন্ত এই সুসজ্জিত র্্যালিটি শুরুর সময় পতাকা দেখান রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য এবং নামী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ট্যাবলো, গাড়ি ও মোটর বাইক নিয়ে র্্যালিতে অংশ নেন রোটারিয়ানরা।
২০১৪ সালের ২৭ মার্চ ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।