Canning: মদ ও জুয়া খেলার প্রতিবাদ, যুবককে বেধড়ক মারধরের অভিযোগ
মদ ও জুয়া খেলার প্রতিবাদ করায় ক্যানিংয়ে প্রতিবাদী যুবককে মারধরের অভিযোগ। মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা। বাড়ির সামনে মদ্যপান করার প্রতিবাদ করার মাশুল গুনতে হল রাজেশ সর্দার নামে এক যুবককে। বাঁশ দিয়ে বেধড়ক মারধরের পর মাটিতে লুটিয়ে পড়ে যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এর আগে, বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় তাঁকে জলে ডুবিয়ে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত যুবককে। ক্যানিং থানায় দায়ের হয়েছে অভিযোগ।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News