RG Kar Protest: আরজি কর-কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক তৃণমূল বিধায়কের! সমালোচনার ঝড়। ABP Ananda Live

আর জি কর-কাণ্ডে (RG Kar incident) প্রতিবাদ রোখার ডাক তৃণমূল বিধায়কের (TMC Mla)। ফের রাত দখলের ডাক দিয়েছে বিরোধীরা। বুথে বুথে এই কর্মসূচি আটকাতে হবে। দলের কেউ জড়িত থাকলেও তাঁদের সাসপেন্ড করা হবে। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অডিও ভাইরাল। ভাইরাল হওয়া অডিও বার্তা যে তাঁর, তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক। জল মাথার ওপরে উঠে গেছে। আন্দোলন ভেস্তে দেওয়া যাবে না। মন্তব্য দেবলীনা ও অপরাজিতা আঢ্যর। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও সরব কলকাতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মিছিল। সেলিব্রিটি থেকে আমজনতা মিছিলে সামিল সবাই।  

আর জি করকাণ্ডের প্রতিবাদে ল্যান্ডডাউন থেকে হাজরা পর্যন্ত মিছিল দক্ষিণ কলকাতার ১০টি স্কুলের প্রাক্তনীদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola