RG Kar Protest: আরজি কর-কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ। ABP Ananda Live

আরজি কর-কাণ্ড (RG Kar Incident) নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আরজি কর-কাণ্ড নিয়ে খোঁচা দলের একাংশকেও। 'প্রশাসন এমন কোনও কাজ করবে কেন, যার জন্য শাসক দলকেও 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে?' তাও দলের সবাই সমান ভাবে নামেন না, ফের বিস্ফোরক পোস্ট কুণালের (Kunal Ghosh on RG Kar Protest)। 'আমার অবস্থান স্পষ্ট, দোষীদের চরম শাস্তি হোক, যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক, প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালভাবে নেয়নি, সেটা প্রশাসন দেখুক। এনিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য, কিন্তু বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না', আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের বিস্ফোরক কুণাল ঘোষ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola