Road Accident: নিউটাউনে ডাউনটাউন মলের সামনে দুর্ঘটনা, আহত ৪ । Bangla News

Continues below advertisement

ফের রাতের শহরে গাড়ির বেপরোয়া গতির (Rash driving) কারণে দুর্ঘটনা (Accident) ঘটল। পুলিশ (Cops) সূত্রে খবর, আজ রাতে নিউটাউনে (New Town) ডাউনটাউন মলের (Downtown Mall) সামনে একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে দু'টি অটো ও একটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ চারজন আহত হয়েছেন। বাইক চালকের আঘাত গুরুতর। গাড়ির চালক মত্ত অবস্থায় চালাচ্ছিলেন বলে অভিযোগ। আহতদের পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram