Battery Car : তেলের দামে ছেঁকা, ব্যাটারির চারচাকা বানিয়ে চমক মেদিনীপুরে কাঠের মিস্ত্রির

Continues below advertisement

ছেঁকা দিচ্ছে তেলের দাম। জ্বালানির জ্বালা থেকে বাঁচতে পথ খুঁজতে নেমে আস্ত চারচাকা বানিয়ে ফেলেছেন কাঠের মিস্ত্রি। শেরাফত আলির ব্যাটারি চালিত চারচাকা আপাতত মেদিনীপুরে আলোচনার কেন্দ্রে। 

দীর্ঘ ৫ মাস ধরে খেটে তৈরি এই গাড়ি। বিভিন্ন গাড়ির অংশ জুড়ে প্রায় ৭০ হাজার টাকা খরচ করে এই ব্যাটারি চালিত গাড়ি তৈরি করেছেন শেরাফত। মেদিনীপুরের ৬৫ বছরের কাঠের মিস্ত্রি প্রথমে দু'চাকা বানানোর কথা ভেবেছিলেন। তারপর অবশ্য বয়স ও সুবিধার দিকটা চিন্তা করে বাড়তি মেহনত জুড়ে বানিয়ে ফেলেন আস্ত চারচাকা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram