Calcutta High Court: বন‍্ধের বিরোধিতায় মামলা খারিজ হাইকোর্টে! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বন‍্ধের বিরোধিতায় মামলা খারিজ। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন। সেই মামলা আজ খারিজ করেন প্রধান বিচারপতি। আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি। 'মামলাকারী আইনজীবী এই আদালতে কোন জনস্বার্থ মামলা করতে পারবেন না'। আইনজীবীকে নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 'মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে'। , পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় মন্তব্য প্রধান বিচারপতির । আইন প্রক্রিয়ার অপব্যবহার মামলাকারী আইনজীবীর, মন্তব্য প্রধান বিচারপতির

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‍ধ। সাতসকালে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বাস রোকো। বাস রুখলেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। বাসের সামনে বসে পড়েন ২ বিধায়ক, পরে তাঁদের আটক করেছে পুলিশ। কোচবিহারের এন বি এস টি সি নিউ বাস স্ট্যান্ড থেকে আটক বিজেপি কর্মীরাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram