Hooghly TMC News: হুগলির খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! বোর্ড মিটিংয়ে তুলকালাম কাণ্ড
হুগলির খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত সমিতির দখলকে কেন্দ্র করে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বনাম ব্লক সভাপতির লড়াই বলে সূত্রের দাবি। পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিংয়ে তুলকালাম কাণ্ড ঘটল সোমবার। দুই গোষ্ঠীর লড়াইয়ে মাথা ফাটল পঞ্চায়েত সমিতি সভাপতি ও এক সদস্যার।
খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। সূত্রের দাবি, পঞ্চায়েত সমিতির রাশ কার হাতে থাকবে, এই নিয়ে লড়াই খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ও তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতির মধ্যে। ১৮ জুন এই নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তোলেন দীপেন মাইতির অনুগামী কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য. স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করেন তাঁরা।