Abhisekh: 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', ট্যুইট করে জানালেন অভিষেক

Continues below advertisement

 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস। 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', বলে ট্যুইট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি। সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল। ২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।' পেশিশক্তির ছবি ট্যুইট করে চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা,  এপ্রসঙ্গে উল্লেখ্য, সিবিআইয়ের নোটিস পাওয়ার পর নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক । কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram