Malay on CBI Raid : ৭ ঘণ্টা ধরে সমস্ত ফাইল খুলে দেখেছে, সিবিআই তল্লাশি প্রসঙ্গে মলয়
Continues below advertisement
"অদ্ভুত লাগল সিবিআই-কে। তারা আমাকে ডাকল না। কোনও জিজ্ঞাসাবাদ করল না। সকাল ৮টার সময় আমি যখন ঘুমাচ্ছিলাম, সেই সময় তারা আমাদের বাড়িতে এসে হাজির হল। আমি একজন আইনমন্ত্রী। আমার বাড়িতে হাজারো আইনের বই-ফাইল আছে। সমস্ত ফাইল সাত ঘণ্টা ধরে খুলে খুলে দেখেছে। প্রায় ৩টে নাগাদ গেলেন। আমার একটাই বক্তব্য, কাউকে বদনাম করার জন্য এধরনের ঘটনা যাতে না ঘটে।" সিবিআই তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া মলয় ঘটকের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Malayghatak