CBI: সিবিআই নজরে পার্থ, পরেশ ও অনুব্রতর আয়কর সংক্রান্ত নথি।Bangla News
Continues below advertisement
এবার সিবিআই নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই।
Continues below advertisement
Tags :
CBI Income Tax ABP Ananda Bengali News ABP Ananda Digital Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC অনুব্রত মণ্ডল Anubrata Mandal Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Scam সিবিআই অনুব্রত মণ্ডল Paresh Adhikari পরেশ অধিকারী বাগডোগরা এবিপি আনন্দ