RG Kar News: আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে CBI-এর জিজ্ঞাসাবাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় CBI-এর জিজ্ঞাসাবাদ । আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নেওয়া হচ্ছে আজ। ওই চারজন পিজিটির মধ্যে একজন হাউসস্টাফ। CBI সূত্রে খর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন।
জলপাইগুড়িতে সর্বাত্মক ধর্মঘট। বন্ধ দোকান-পাট। বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশে কোনও বেসরকারি বাস চলছে না। পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে।
গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি।আজ সকালে SUCI-এর ডাকে ১২ঘন্টা বন্ধের সমর্থনে যখন SUCI-এর কর্মীরা গোসাবা বাজারে মিছিল করছিল, সেই সময় আচমকা গোসাবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি বাধা দেয়।তখন উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।পঞ্চায়েত সদস্য সেই সময় SUCI-এর কর্মীদের মারতে যায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।