Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর স্ক্যানারে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। Bangla News

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর স্ক্যানারে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, ২০১৬-২০২১ পর্যন্ত কুন্তলের অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের নথি চাওয়া হয়েছে। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের লিখিত বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ চাকরিপ্রার্থী ও ডিএলএড কলেজের কর্ণধারদের কাছ থেকে পরীক্ষায় পাস ও চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন বলে তাপস দাবি করেছেন। কুন্তলের নেওয়া প্রায় ১৯ কোটি টাকার হিসেব ও রশিদও কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস। CBI-এর দাবি, সেই রশিদে কুন্তলের সই রয়েছে। তার ভিত্তিতেই যুব তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-এর দাবি, এই ১৯ কোটি টাকা কখনও তাপসের অ্যাকাউন্ট হয়ে কুন্তলের কাছে গেছে। আবার কখনও নগদে লেনদেন হয়েছে। এই পর্বে একজন মিডলম্যান মারফত টাকা গেছে কুন্তলের কাছে। এই ১৯ কোটির ভাগ কুন্তল ও তাপস ছাড়া আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, তা জানতে চায় সিবিআই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram