Recruitment Scam: সিবিআই-এর তদন্তকারী অফিসারকে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | ABP Ananda LIVE

Continues below advertisement

1.প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিবিআই (CBI) তদন্তকারী অফিসারের কাজে অসন্তোষ হাইকোর্টের । তীব্র অসন্তোষপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । সিবিআই-এর সিট থেকে তদন্তকারী অফিসারকে সরিয়ে দিল হাইকোর্ট । সিবিআই-এর তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli) । 'তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না, কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না, ডিআইজি পদক্ষেপ করবেন' জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 

2. গাঁধী মূর্তির নীচে এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের (Job seekers) ধর্না ৬৮৮দিনে পড়ল। আজ তাঁরা দিদিকে বলো (Didi ke bolo) কর্মসূচি পালন করছেন। প্রত্যেক আন্দোলনকারী নবান্নে (Nabanna) একটি করে চিঠি পাঠাবেন।

3.মিড ডে মিলের (Mid day meal) হাল খতিয়ে দেখতে রাজ্যে ১১ জনের কেন্দ্রীয় দল (Central team)। মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। আজ দুটি দলে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অনুসন্ধান চালাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গতকাল বিকাশ ভবনে গিয়ে স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিডডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন তাঁরা। গতকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার তিনটি স্কুলও ঘুরে দেখেন তাঁরা । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram