Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ-সুবীরেশ-সহ ৭ জনকে আলিপুর আদালতে পেশ করবে CBI

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি(Recruitment Scam) মামলায় আজ পার্থ-সুবীরেশ(partha chatterjee- ubrish Bhattachrya)-সহ ৭ জনকে আলিপুর আদালতে(Alipore Court) পেশ করবে সিবিআই (CBI)। এই ৭ জনের মধ্যে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-ও রয়েছেন। সিবিআই(CBI) সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের হেফাজতে(Coustody) চাওয়া হবে, খবর সিবিআই সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram