Recruitment Scam: আজ পার্থ-সুবীরেশ-শান্তিপ্রসাদ- কল্যাণময় -সহ ১৩ জনকে আলিপুর আদালতে পেশ সিবিআইয়ের
Continues below advertisement
Recruitment Scam: সিবিআইয়ের (CBI) নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattaerjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhatterjee), শান্তিপ্রসাদ সিন্হা (Shanti Prasad), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ১৩ জনকে আলিপুর আদালতে পেশ করা হল। আদালতে পেশ করা হল চন্দন মণ্ডল-সহ ৫ এজেন্টকেও। সূত্রের খবর, সিবিআই প্রত্যেকের জামিনের বিরোধিতা করে গত কয়েকদিনের তদন্ত নতুন কী তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরিতে তুলে ধরবে।
Continues below advertisement