CBI: এবার সিবিআই স্ক্যানারে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতা

Continues below advertisement

নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআই (CBI) স্ক্যানারে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতা 'চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতির স্ত্রীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে' 'মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল ওরফে আরমানের স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে টাকা' 'তার মধ্যে ৩৯ লক্ষ টাকা জমা পড়ে উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার পিএ-র অ্যাকাউন্ট থেকে' গতকাল গোপালের সঙ্গে মুখোমুখি জেরায় দাবি করেন কুন্তল, দবি সিবিআই সূত্রের চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতির স্ত্রীর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষ। যুব তৃণমূল নেতার নিশানায় এবার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সিবিআই সূত্রে খবর, গতকাল মুখোমুখি বসিয়ে গোপাল ও কুন্তলকে জেরা করা হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জেরায় কু্ন্তল দাবি করেন, চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। এর মধ্যে ৩৯ লক্ষ টাকা উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গোপালের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram