CBI: 'পনির ছাড়াই পনির মশালা রান্না করতে চাইছে সিবিআই', আদালতে ফের প্রশ্নের মুখে সিবিআই
Continues below advertisement
আদালতে (Court) ফের প্রশ্নের মুখে সিবিআই (CBI)। পনির ছাড়াই পনির মশালা রান্না করতে চাইছে সিবিআই, মন্তব্য বিচারকের। 'চাকরি বিক্রির টাকার ভাগ গিয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার কাছে, কেস ডায়েরিতে নাম রয়েছে এসপি সিন্হার, তবু কেন হেফাজতে চাইছে না সিবিআই', প্রশ্ন তুললেন বিচারক। পাল্টা প্রয়োজনীয় তথ্য জোগাড়ের চেষ্টা চলছে, দাবি সিবিআইয়ের আইনজীবীর (Lawyer)।
Continues below advertisement