Anubrata Mondal: ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে, কেমন আছেন অনুব্রত ?

বীরভূমে, (Birbhum) শোনা যেত একটা সময়, তাঁর কথা ছাড়া একটা পাতাও নড়ে না। তবে তিনি জেলে যাওয়ার পর ইতিমধ্যেই বদল হয়েছে একাধিক দৃশ্য।। বীরভূমে, মমতার প্রশাসনিক সভার আগে গোটা জেলায় যখন ছেয়েছে ব্যানারে। অথচ প্রচারের সেই ব্যানারে ব্রাত্য ছিলেন অনুব্রত মন্ডল। যদিও অনুব্রতই যখন গ্রেফতার হন, তখন প্রকাশ্যে তার পাশে থাকার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গরুপাচার মামলায় গ্রেফতারির পর ইতিমধ্যেই গড়িয়েছে অনেক জল। গ্রেফতারির আগের সেই ছবিও বদলেছে। একাধিকবার জেরা, হাজিরার পর বদলেছে প্রেক্ষাপট। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, ছয় মাসে  ২৪ কেজি ওজন কমেছে অনুব্রতর (Anubrata Mondal)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola