CBI: স্কুল সার্ভিস কমিশনের ওপরমহল পর্যন্ত যোগাযোগ ছিল চন্দন মণ্ডলের
স্কুল সার্ভিস কমিশনের ওপরমহল পর্যন্ত যোগাযোগ ছিল বাগদার 'সৎ রঞ্জন' বা চন্দন মণ্ডলের (Chandan Mandal)। সিবিআই (CBI) সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির অন্যতম অপারেটার হিসেবে কাজ করতেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, SSC-র পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির তিনজনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল চন্দনের।