Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের | Bangla News
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে বিস্তর কারচুপি, আদালতে রিপোর্ট সিবিআইয়ের। নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগে বিস্তর কারচুপি, আদালতে রিপোর্ট সিবিআইয়ের। তিনটি হার্ডডিস্ক ও কমিশনের ডেটাবেসে বিস্তর কারচুপির প্রমাণ মিলেছে, দাবি সিবিআইয়ের। ‘নাইসাকে নবম-দশম, একাদশ-দ্বাদশের ওএমআর শিট মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল। সমস্ত আসল ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসেই স্ক্যান করা হয়েছিল। মূল্যায়নের পরে নম্বর সম্বলিত চূড়ান্ত তালিকা কমিশনকে দেয় নাইসা। নম্বর পাওয়ার পর কমিশন সেটা নিজেদের ডেটাবেসে আপলোড করে,’ তদন্তের সময় কমিশনের ডেটাবেস বাজেয়াপ্ত করা হয়, জানাল সিবিআই। ‘নাইসার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের বাড়ি থেকে তিনটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত। এই তিনটি হার্ডডিস্কে ওএমআর শিটের স্ক্যান কপি এবং নম্বর ছিল। তিনটি হার্ডডিস্ক এবং কমিশনের ডেটাবেস পরীক্ষা করে দেখা যায় বিস্তর কারচুপি হয়েছে। গাজিয়াবাদ থেকে পাওয়া সব নথি স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে’, আদালতে রিপোর্ট আকারে জানাল সিবিআই।