RG Kar Student Death: RG Kar আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল CBI। ABP Ananda Live
ABP Ananda Live: আর জি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল CBI। CBI তলব, সিজিও কমপ্লেক্সে হাজির চিৎপুর থানার অতিরিক্ত OC। চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত OC।
আর জি কর মেডিক্যালে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য শিয়ালদা আদালত জুড়ে CISF বাহিনী। পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান।
আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালাচ্ছেন তাঁরা। গতকালই আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় । কাজে যোগ দিয়েছেন নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক । সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও।