Morning Headlines: আবাস-দুর্নীতির শিকড় খুঁজতে এসে ভগবানপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, আর কী সকালের শিরোনামে?। Bangla News
আবাস-দুর্নীতির শিকড় খুঁজতে এসে ভগবানপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। ১০০ দিনের টাকা বকেয়া থাকার অভিযোগ। চুরিতে বাধা, তাই আপত্তি, খোঁচা শুভেন্দুর। আবাস-তদন্তে মালদা-পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় দল। নেপথ্যে রাজনীতি, বাড়ি নিয়েছে বিজেপি নেতারাও, আক্রমণে মমতা। চুরি ধরা পড়ার ভয়, খোঁচা বিজেপির। গরুপাচারের তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। বেনামি সন্দেহে ১৭৭টি অ্যাকাউন্ট, কোটি কোটি টাকার হদিশ। সমবায় ব্যাঙ্কে একের পর এক বেনামি অ্যাকাউন্ট খুলে কি গরুপাচারের কালো টাকা সাদা? অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের কী যোগ? তদন্তে সিবিআই। গরুপাচার মামলায় ফের জেল। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে জামিনের আবেদনই করলেন না অনুব্রত। আসানসোল কোর্টে উধাও অনুগামীদের ভিড়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়-সহ ৭জনের ফের জেল। কোন এজেন্ট মারফত অযোগ্যদের চাকরি? প্রকাশ্যে আনতে বলল হাইকোর্ট। আর কী সকালের শিরোনামে?