RG Kar News: আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান | ABP Ananda LIVE

ABP Ananda Live: আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান। দ্রুত তদন্তের দাবিতে সিবিআই দফতর অভিযানে জাগো নারী নামে একটি মহিলা সংগঠন। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল যাবে CGO কমপ্লেক্সে। 

আরও খবর...

কাল স্বাস্থ্যভবনে ফের বৈঠকের ডাক, জোড়া ইমেল মুখ্যসচিবের। বিকেল ৫.৫৪ : প্রথম ইমেলে কাল দুপুর ১২.৩০-এ স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। সন্ধে ৭.১৪ : মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইমেল। প্রথম ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে। দ্বিতীয় ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও ডব্লুবি জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে। বৈঠকে ডাকা হল সমস্ত চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে। ৮টি চিকিৎসক সংগঠনের ২ জন করে প্রতিনিধিকে স্বাস্থ্যভবনে বৈঠকের ডাক। চিকিৎসক সংগঠনগুলিকে ই-মেল মুখ্যসচিবের। ১০ দফা দাবিতে ধর্মতলায় ৮ দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola