Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ধৃত চন্দন মণ্ডলকে আজ আদালতে পেশ করবে সিবিআই | ABP Ananda Live
Continues below advertisement
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে (Chandan Mandal) আজ আদালতে পেশ করবে সিবিআই (CBI)। শুক্রবার থেকে তাঁকে জেরা করে আরও একাধিক সাব এজেন্টের খোঁজ মিলেছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় ওই সাব এজেন্টদের (Agent) কী ভূমিকা রয়েছে, আজ আদালতে জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সিবিআই-এর হাতে ধৃত আরেক এজেন্ট সুব্রত সামন্তকেও আজ আদালতে তোলা হবে। দু'জনেরই জামিনের বিরোধিতা করবে সিবিআই (cbi)।
Continues below advertisement