Chandrakona News: একাধিক অভিযোগে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ABP Ananda Live
West Bengal News: বারবার দরবার করেও ঠিক হয়নি রাস্তা, নিকাশি ব্যবস্থা। এই অভিযোগে চন্দ্রকোণার বান্দিপুরে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।
পঞ্চায়েত অফিসের গেটে ঝোলানো হল তালা। সাঁটানো হয়েছে পোস্টার। এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন গ্রামবাসীদের একাংশ। দীর্ঘদিন ধরে পশ্চিন মেদিনীপুরের বান্দিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও তথৈবচ। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ হয়নি। প্রতিবাদে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দিলেন পঞ্চায়েত অফিসে। ঘটনাস্থলে চন্দ্রকোণা ২-এর বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি গেলেও তালা খুলতে রাজি হননি বিক্ষোভকারীরা। প্রশাসনিক আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে গ্রামবাসীদের দাবি মেনে বেহাল রাস্তা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের আশ্বাসের পর পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন বিক্ষোভকারীরা।