Chandrayaan 3: ইতিহাস তৈরি করল ভারত, পরিশ্রম আর মেধার জয়ধ্বজা উড়ল চাঁদের দক্ষিণ মেরুতে | ABP Ananda LIVE
চাঁদের দেশে ভারত। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের।