Narendra Modi: 'আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে', ইসরো-র প্রধানকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রীর
চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি। ফোন করে তিনি বলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে দিন। অনেক অনেক শুভকামনা, নমস্কার।'