Madhyamgram News: সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র মধ্য়মগ্রামের রাজবাড়ি এলাকা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda live: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহেই সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামের রাজবাড়ি এলাকা। পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ও আত্মীয়র দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার বাড়িও ভাঙচুর করা হয়। চলল ব্য়াপক ইটবৃষ্টি। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্য়াসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে উদ্ধার করে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য়ার স্বামী বিষয়টি মিটমাট করিয়ে নিতে চেয়েছিলেন।

আরও খবর...

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের পর, সেমিনার হলে যাঁরা গেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। ভাইরাল ছবি দেখে এমনটাই সন্দেহ ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের। যদিও সেদিন তিনি আর জি কর মেডিক্য়াল কলেজে গেলেও, সেমিনার হলে যাননি বলে দাবি বর্ধমান মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট ডক্টরের বিরূপাক্ষ বিশ্বাসের। পুলিশ অকূস্থলের গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখাল, এই প্রশ্ন কিন্তু উঠছে নানা মহলে।

আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারির পর এবার সিঁথিতে প্রতিবাদের কর্মসূচিতে মত্ত অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ উঠল আরও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন পুলিশের মোটরবাইক নিয়ে ঘোরার অভিযোগ উঠেছিল, এখানেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দেখা গেছে পুলিশ লেখা মোটরবাইক নিয়ে ঘুরতে। এখানেই আন্দোলনকারীদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়াররা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এদের মাথার ওপর কার হাত রয়েছে?

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram