Chaos in Kendua: ১০০ দিনের কাজে 'বাধা', কেন্দুয়ায় সংঘর্ষে মাথা ফাটল পঞ্চায়েত প্রধানের
১০০ দিনের কাজে (100 days work) বাধার অভিযোগ ঘিরে গন্ডগোল। পঞ্চায়েত প্রধানের মাথা ফাটানোর অভিযোগ। কেন্দুয়া ( Kendua )গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ চলছিল। সেই কাজে স্থানীয় একটি পরিবার বাধা দিচ্ছিল বলে অভিযোগ। বাধা দেওয়ার খবর প্রধানের কাছে পৌঁছালে তিনি ঘটনাস্থলে এসে ওই পরিবারের সঙ্গে কথা বলতে চান। তখনই উত্তেজনা ছড়ায়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর স্থানীয় লোকজন পাল্টা হামলা চালায় বিজেপি সমর্থক পরিবারের সদস্যদের ওপর। ভাঙচুর করা হয় বাড়ি। সিউড়ি থানার পুলিশ গিয়ে ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে। অভিযুক্ত পরিবারের দাবি, বিধানসভায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে। পঞ্চায়েত প্রধানকে মারধরের সঙ্গে তাঁরা জড়িত নন বলে দাবি বিজেপি সমর্থক পরিবারের। প্রধানের অভিযোগ, এই পরিবার এলাকার উন্নয়নের কাজে বাধা দেয়। বিজেপির (BJP) উস্কানিতেই এই কাজ করে। যদিও বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের রাম দাওয়াই দেওয়া হবে। এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল (TMC) বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই এই মন্তব্য করেন তিনি। তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার। তাঁর কটাক্ষ, রাজ্যের শাসকদলের সংস্কৃতি কী, একজন বিধায়কের মুখে এই ধরনের মন্তব্যই তার প্রমাণ।