District News: খড়গপুরে ভ্যাকসিনের নামে টাকা তোলায় অভিযুক্ত ডায়গনস্টিক সেন্টার, আটক ৪
ভ্যাকসিন দেওয়ার নাম করে ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। খড়গপুরের মালঞ্চর ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে আটক করেছে পুলিশ। মহকুমা শাসক জানিয়েছেন, তাদের কাছে ভ্যাকসিনেশনের কোনও বৈধ নথি ছিল না।
হাইকমান্ডের নির্দেশে বিধানসভা ভোটে জোট হয়েছিল আইএসএফ-এর (ISF) সঙ্গে। জোট ভাঙলে তারাই ভাঙবে। জোট নিয়ে দলের মধ্যে মতবিরোধের প্রেক্ষিতে মন্তব্য প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। রবিবার হুগলির ফুরফুরা শরিফে গিয়ে তিনি কথা বলেন আইএসএফ বিধায়ক ও দলের প্রধানের সঙ্গে।
মধ্যমগ্রামে আটক নীলবাতি লাগানো গাড়ি। আরোহীদের কাছ থেকে উদ্ধার মদের বোতল। পুলিশ সূত্রে দাবি, গাড়িটি ব্যবহার করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কোনও আধিকারিক। গাড়ির তিন আরোহীকেও আটক করা হয়েছে।
বাগদার সিন্দ্রাণী গ্রামপঞ্চায়েতের তিন বিজেপি (BJP) সদস্য দল বদলে তৃণমূলে (TMC) গিয়েছেন। তাঁদের সদস্যপদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। আজ হাইকোর্টে শুনানি রয়েছে। আর এই নিয়ে বিরোধীপক্ষকে কটাক্ষ করেছে তৃণমূল।
সংক্রমণ বেড়ে চলায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৬, ৭ ও ৩৪ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে মানা হচ্ছে করোনা বিধি। পুর প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে বাজার বন্ধ রাখার। সেইমতো আজ থেকে ৩ দিনের জন্য কাঁকিনাড়ার রথতলা বাজার বন্ধ। বাজার যে তিনদিন বন্ধ থাকবে সে বিষয়ে গতকালই প্রচার করা হয় পুরসভার তরফে।