Chat Show: গ্ল্যামার নয়, চাকরি নেই, হতাশা থেকেই আত্মহত্যা মত অভিজিৎ মিত্রর ।Bangla News
Continues below advertisement
১২ দিনে ৩ জন। পরপর ৩ অভিনেত্রীর রহস্যমৃত্যু। ১৫ মে গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। দুদিন আগে নাগেরবাজারে ফ্ল্যাট থেকে মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার বিদিশার বন্ধু অভিনেত্রী-মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মৃতদেহ।
‘আগেও আত্মহত্যা করতে গিয়েছিলেন মঞ্জুষা। কোনওমতে সে যাত্রা তাঁকে বাঁচান অভিনেত্রীর স্বামী। বিদিশার মৃত্যুর পর ডিপ্রেশনের জেরে আত্মহত্যার সম্ভাবনা নেই’, দাবি অভিনেত্রী মঞ্জুষার বন্ধু শঙ্খদীপ মুখোপাধ্যায়ের।
মানুষ একা হয়ে যাচ্ছে। এর দায় সমাজেরও। গ্ল্যামার নয়, চাকরি নেই, সেখান থেকেই তৈরি হচ্ছে হতাশা, মত সমাজতাত্ত্বিক অভিজিৎ মিত্রর।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live Actress Death এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bidisha Dey Manjusha Death এবিপি আনন্দ