Chhok Bhanga 6Ta: TMC কর্মীদের হাতেই আক্রান্ত রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী !

ABP Ananda LIVE : নদিয়ার কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর ১০ দিন কেটে গেছে। ২৪ জনের বিরুদ্ধে FIR, গ্রেফতার মাত্র ৯ জন। এখনও অধরা ১৫ জন অভিযুক্ত। এবার ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল তামান্নার পরিবার।বিজয় উল্লাসের বোমা, মুহূর্তে মায়ের থেকে আলাদা করে দিয়েছে সন্তানকে।  বোমার আঘাতে, মায়ের চোখের সামনে ছিন্নভিন্ন হয়ে গেছে মেয়ের শরীরটা। নদিয়ার কালীগঞ্জে ভোট-হিংসায় ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার পর, ১০ দিন কেটে গেছে। ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হলেও, গ্রেফতার হয়েছে মাত্র ৯ জন। এই অবস্থায়, ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তামান্নার মা-বাবা। বৃহস্পতিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে দেখা করে, আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করলেন সন্তানহারা মা-বাবা।                                         

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola