Mamata Banerjee: আরজি করে জায়গা বাড়াতে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জায়গা বাড়াতে নতুন ভবন তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, নতুন ভবনের একটি 'ফ্লোরের' নামকরণ হবে নিহত চিকিৎসকের নামে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে আলোচনায় উঠে আসে রাজ্যের সমস্ত মহিলা হস্টেলে 'রেটিনা স্ক্যানার' বসানোর ভাবনাও।
RG কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশের অধীনে কর্মরত। ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। সেই সূত্রেই সঞ্জয় রায়কে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে।
RG কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজন গ্রেফতার। ধর্ষণ-খুনের ঘটনায় ধৃতের নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি সঞ্জয় রায়ের, সেই সূত্রেই তাঁকে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে।
গতকাল টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু। এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। অপরাধের জায়গা খতিয়ে দেখতে আরজি করে ডিসি নর্থ অভিষেক গুপ্ত।