Adeno Virus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু | ABP Ananda LIVE
উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adeno Virus), একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু । ২দিনে সরকারি হাসপাতালে নিউমোনিয়া (Neumonia), অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু । অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই সরকারি-বেসরকারি হাসপাতালে (Private Hospital) বেডের সঙ্কট । প্রায় সব হাসপাতালেই পেডিয়াট্রিক আইসিইউয়ের জন্য হাহাকার ।