CID: ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি
এগরা বিস্ফোরণকাণ্ডে এবার কৃষ্ণপদ ওরফে ভানু বাগের (Bhanu Bag) স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানুর স্ত্রী গীতারানি। আজ ভোরে থেকে সেখান থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি (CID)। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয় কটকের নার্সিংহোমে। এর আগে গ্রেফতার হন ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চলছে।