Cow Smuggling Case: গরুপাচারকাণ্ডে এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিআইডির | Bangla News
Continues below advertisement
এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট সিআইডির। গরুপাচারকাণ্ডে জঙ্গিপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট। চার্জশিটে নাম রয়েছে এনামুলের ৩ ভাগ্নে ও তাঁদের সংস্থা জেএইচএম গ্রুপের। জেএইচএম গ্রুপের দুটি ট্রাস্টের নামও রয়েছে চার্জশিটে, খবর সূত্রের। গরুপাচারের লাভের টাকা কীভাবে বিনিয়োগ ওই সংস্থায় , উল্লেখ চার্জশিটে। এর আগে রঘুনাথগঞ্জ থানার তরফে চার্জশিট জমা পড়ে।
Continues below advertisement
Tags :
Chargesheet Bangla News Bangla News Live Cow Smuggling Case Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda CID ABP Ananda Bengali News