Howrah violence: শিবপুরে অশান্তির ঘটনার তদন্তভার, CID-কে দিল রাজ্য সরকার | ABP Ananda live

Continues below advertisement

Howrah violence: রামনবমীর (Ram Navami Rally) মিছিল ঘিরে হাওড়ার শিবপুরে (Shibpur Ruckus) অশান্তির ঘটনার তদন্তভার, CID-কে (CID Investigation) দিল রাজ্য সরকার। নেতৃত্বে থাকছেন আইজি সিআইডি ওয়ান বিশাল গর্গ (Vishal Garg) এবং ডিআইজি সিআইডি অপারেশনস সুখেন্দু হীরা (Sukhendu Hira)। কী থেকে অশান্তির সূত্রপাত? মিছিলে কেউ অস্ত্র নিয়ে ঢুকেছিল কি না, রুট বদল হয়ে থাকলে কেন হয়েছিল? মূলত এই বিষয়গুলি CID খতিয়ে দেখবে বলে সূত্রের খবর। এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারও অশান্তির পর শনিবার সকালে থমথমে এলাকা। আজও জারি রয়েছে ১৪৪ ধারা। কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত জিটি রোড সংলগ্ন রাস্তার দু'পাশে ধীরে ধীরে খুলছে দোকানপাট। জিটি রোডে যান চলাচল স্বাভাবিক। এলাকায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন হাওড়া পুলিশের পদস্থ কর্তারা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram