Mamata Banerjee: 'তিনমাস আগে চালাকি করে SIR করছে অমিত শাহ', আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
ABP Ananda Live: ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, তার তিনমাস আগে চালাকি করে SIR করছে অমিত শাহ। আজ এভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, SIR করে নিজের কবর খুঁড়েছে বিজেপি। অন্য়দিকে, বাংলার দলীয় সাংসদদের বৈঠকে নরেন্দ্র মোদি বললেন, ''SIR-এ ভোটার তালিকার শুদ্ধকরণ হচ্ছে।''
পশ্চিমবঙ্গে SIR-এর এনুমারেশন পর্ব শেষের পথে। অন্য়দিকে, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে সমানতালে। সূত্রের খবর, বুধবার এরাজ্য়ের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "SIR-এ ভোটার তালিকা শুদ্ধকরণ হচ্ছে।" অন্য়দিকে, আজ মালদার সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হবে তাই চালাকি করে ৩ মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার। যাতে হয় নির্বাচন বন্ধ করে দাও SIR না মানলে, সরকার ফেলে দাও, তা না হলে SIR করে দাও।" পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, "কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। ১২ তারিখ থেকে 'MAY I HELP YOU' ক্যাম্প হবে ব্লকে ব্লকে।" এনিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।