Mamata Banerjee : বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে। হুঙ্কার মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: অগণতান্ত্রিকভাবে বলতে বাধা। বাংলা বললেই দেশবিরোধী বলছে বিজেপি। জনগণের ধাক্কা দিয়ে বিজেপিকে শূন্য করে দেব। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে। হুঙ্কার মুখ্যমন্ত্রীর। বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপি, নরেন্দ্র মোদি, অমিত শাহকে তিনি 'ভোট চোর', 'গদি চোর' বলে আক্রমণ করেন। বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, "মনে রাখবেন, আপনারা একটার পর একটা স্লোগান দিতে পারেন না। আমি ছাত্র আন্দোলনের প্রধান। আমি যখন স্লোগান দেব, সবক'ঠা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার। কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে যাব। বিজেপি-কে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো, বিগ জিরো করে দেব। আগামী দিন আপনারা কেউ আসবেন না। মানুষ আপনাদের পাঠাবেন না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনাদের নেতারা চোর, আপনারা চোর, চুরি-ডাকাতি কের বেঁচে আছেন। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না!"