Kolkata News: পেরিয়েছে ফিটনেসের মেয়াদ, শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি !

ABP Ananda LIVE: ফিটনেসের মেয়াদ পেরিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বাতিল হয়েছে রেজিস্ট্রেশন। তারপরও নিউমার্কেট, তপসিয়া থানা থেকে আলিপুর বডিগার্ড পুলিশ লাইন, একাধিক গাড়ির ক্ষেত্রে দেখা গেল বেনিয়মের ছবি! তৃণমূল বিধায়কের কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল লালবাজার। শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি। এবার ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে। পরে ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছিল। টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি। সওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর খবর সম্প্রচারের পর টনক নড়ল কলকাতা পুলিশের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola