Mamata Banerjee: 'বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না', হুঙ্কার মমতার | ABP Ananda Live
ABP Ananda Live: বিধানসভায় বেনজির সংঘাত, উত্তাল অধিবেশন। নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কের। বিজেপির স্লোগানের মধ্যেই বিধানসভায় ভাষণ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করতে উঠতেই তাঁর দিকে কাগড় ছুড়লেন বিজেপি বিধায়করা। বিধানসভায় স্লোগান-পাল্টা স্লোগানে বেনজির উত্তেজনা ছড়ায় আজ। বিধানসভায় উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন একদিন আসবে, বিজেপির একজনও জিততে পারবে না। বাঙালির উপর অত্যাচার করে সব ক'টা হারবে। বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না।বাংলা-বাঙালিদের কণ্ঠরোধ করা যাবে না। এরা বাংলা জানে না, বাংলার আন্দোলন জানে না। বিজেপি স্বৈরাচারীর দল, চোরেদের দল। বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। চোরেদের জমিদার, লুঠেদের দল বিজেপি। বাঙালিদের আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি'।
বাঙালি অস্মিতাকে সামনে রেখেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার ওপর অত্যাচার করে। বিজেপি দেশের লজ্জা। বাংলার ওপর অত্যাচার করলে সব কটা হারবে। এরা গদি চোর, ভোট চোর। বিধানসভায় কাগজ ছুড়ছেন এটা অনৈতিক। বাঙালিদের ওপর অত্যাচারের দল বিজেপি। আর নেই দরকার মোদি সরকার।